ফরিদগঞ্জে প্রতীক বরাদ্দ নির্বাচনী মাঠে ৮ প্রার্থীর চূড়ান্ত লড়াই
শামীম হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে বুধবার (২১ জানুয়ারি) চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকার আনুষ্ঠানিকভাবে ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এম.এ হান্নান (চিংড়ি), জামায়াতে ইসলামী প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুকুবুল হোসাইন (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম (লাঙ্গল), গণফোরামের প্রার্থী মুনির চৌধুরী (উদীয়মান সূর্য), ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক বুলবুল (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (ফুটবল)।
একটি পৌরসভাসহ ফরিদগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে মোট ১১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ১ জন। উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে শুরুতে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও প্রত্যাহার হওয়ায় চূড়ান্তভাবে ৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন।
এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/আমিনা



