• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ফরিদপুরে কর্মস্থলে যোগদান করলেন পুলিশ 

     dailybangla 
    12th Aug 2024 5:04 pm  |  অনলাইন সংস্করণ
    সেতু আক্তার, ফরিদপুর: অনেক ত্যাগ প্রতিক্ষার পর কর্মস্থলে  যোগদান করেছেন ফরিদপুর জেলা পরিষদের সদস্যবৃন্দ। এ উপলক্ষে সোমবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে ফরিদপুর পুলিশ লাইন থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
    এ সময় ফরিদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সুশীল সমাজের সদস্যবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।
    এর আগে বেলা পৌনে একটাই ‌ ফরিদপুরে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের  জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।
    ফরিদপুরের  পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার  শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন ,  কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ।
     প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে । একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান তিনি।
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30