ফরিদপুরে কৃষি জমির মাটি কাটায় বেকু জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা
সেতু আক্তার, ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের উত্তর বাহিরদিয়া গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি এক্সেভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভেকুচালক ও মাটিকাটা চক্রের সদস্যরা পালিয়ে যান।
বুধবার (১৪ ই মে) বিকালে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ইসরাত জাহান এ অভিযান পরিচালনা করে একটি এক্সেভেটর( ভেকু) জব্দসহ জমির মালিক বাদল ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, আমরা চাঁদপুর ইউনিয়ন পরিষদ থেকে এদিক দিয়ে যাচ্ছিলাম আমাদেরকে একলোক বলল এখানে প্রতি রাত্রে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা হয়। তাই আমরা সরজমিনে তা দেখতে আসি এবং এসে দেখতে পাই এখানে এক্সেভেটর (বেকু) দিয়ে কৃষি জমির মাটি কাটা হচ্ছে এবং এর ফলে পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ধসে পড়ার ঝুকির মধ্যে রয়েছে। এ সময় তিনি একটি এক্সেভেটর (বেকু) জব্দসহ জমির মালিক বাদল ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, ফরিদপুর সদর উপজেলা প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে। কৃষি জমি রক্ষার্থে এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন। এর আগেও প্রশাসন অসংখ্যবার এমন অভিযান পরিচালনা করেছে। কৃষি জমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/তুরাগ



