ফরিদপুরে ছাত্রদল নেতাসহ তার ভাই ও মাকে কুপিয়ে জখম
সেতু আক্তার, ফরিদপুর: ফরিদপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদল নেতাসহ তার ভাই ও মাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়েছে। আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় জখমকৃতরা হলেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সহসম্পাদক মো. মোশাররফ (২৭) তার ছোট ভাই মো. বিল্লাল (২৩), ও তার মা শাহানা বেগম (৫০)। মোশাররফ ও বিল্লাল সদর উপজেলার পরমানন্দপুর গ্রামের এলেম শেখের ছেলে। আহত তিন জনকেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোশাররফের বোন আফরোজা বেগম জানান, একই এলাকার আওয়ামীলীগ কর্মী সেলিম (২৬), সোহাগ (২২) ও মোতালেব (৫০) সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী শুক্রবার সকালে কোনো কিছু বুঝে উঠার আগেই অতর্কিত হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার দুই ভাই ও মাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
প্রতিবেশী মুকুল শেখ জানান, হামলাকারীরা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং এ ঘটনার পূর্বেও তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান আহতদের স্বজনেরা।
বিআলো/তুরাগ