ফরিদপুরে ট্রলি উল্টে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ট্রলি উল্টে গিয়ে মো. ইমন মোল্যা (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক ওই যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার বড় লক্ষণদিয়ার পূর্বপাড়া শালীডাঙ্গা খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া গ্রামের দক্ষিণ পাড়ার মান্দার মোল্লার একমাত্র ছেলে।
জানা যায়, রমজান নামক এক মাটি ব্যবসায়ির সাইডে খালি ট্রলি গাড়ি নিয়ে শালীডাঙ্গা খালের পাড় দিয়ে যাওয়ার সময় ট্রলি গাড়িটি উল্টে গিয়ে খালের মধ্যে পড়ে ঘটনাস্থলেই ইমন মারা যায়। ইমন গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ইমনের মরদেহ উদ্ধার করে।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/শিলি