• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বন্দরে বিক্ষোভ মিছিল 

     dailybangla 
    01st Nov 2024 11:27 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন, বন্দর (নারায়ণগঞ্জ) ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে বন্দর থানা ওলামা পরিষদের উদ্যোগে ও মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সার্বিক আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার বাদ জুমা বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কবির হোসাইনের সভাপতিত্বে, মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি হাফেজ মুফতি নুর উদ্দিনের তত্ত্বাবধানে ও মুফতি ইসমাইলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে খেলাফত আন্দোলনের সহ মহাসচিব মাওলানা আতিকুর রহমান নান্নু মুন্সী, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা এহতেরামুল হক কাশেমী ওজানী, মুফতি সালমান রফিকী, বন্দর থানা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মুফতি শিবলী নোমানী, সহ সভাপতি মুফতি আবুল কাশেম, কোষাধ্যক্ষ মাওলানা শাহজালাল, মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি ওসমান গনি, আলেম সমাজের পক্ষ থেকে মাওলানা সাইফুল্লাহ, মুফতি মনিরুজ্জামান চাঁদপুরি, মুফতি সাইফুল্লাহ, মুফতি ইব্রাহিম খলিল ফারুকি, মুফতি মাসুম বিল্লাহ ও মাওলানা রিয়াজুল হক মজুমদারসহ অন্যান্য আলেমরা বক্তব্য রাখেন।

    এ সময় বন্দর থানা ও বিভিন্ন ইউনিয়নের ওলামা পরিষদের নেতৃবৃন্দসহ অসংখ্য তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। এদিন বন্দরের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরামগণ ও তৌহিদী জনতা মিছিল নিয়ে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031