ফের কোচিংয়ে ফিরছেন জাভি!
স্পোর্টস ডেস্ক: তিক্ত অভিজ্ঞতা নিয়ে বার্সেলোনার কোচের পদ থেকে বিদায় নিতে হয়েছিল জাভি হার্নান্দেজকে। সেই ঘটনার এক বছর হতে চলল। আর জাভি আছেন কোচিংয়ের বাইরেই। ফের ফেরার আশা প্রকাশ করেছেন স্প্যানিশ কিংবদন্তি।
প্লেয়ার হিসেবে জাভি বিশ্বকাপ জিতেছেন, ইউরোও জিতেছেন। ক্লাব পর্যায়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি চ্যাম্পিয়ন্স লিগের স্বাদও নেওয়া হয়েছে। কিন্তু কোচ হিসেবে সর্বোচ্চ লিগ জয়ের কীর্তি দেখিয়েছেন তিনি। কীর্তি আরও বড় করতে চান। জাভি বলেন, ‘কোচ হিসেবে আমি চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো, বিশ্বকাপ জিততে চাই। এখন প্রস্তুত। লা লিগার কোনো টিমেই কেন নয়? দারুণ একটা প্রজেক্টের আশায় আছি।’
কোচ হওয়ার জন্য বার্সেলোনায় নিজের পরিসংখ্যানকে ভালো মনে করছেন জাভি। তিনি বলেন, ‘আপনি যদি বার্সায় আমার রেকর্ড দেখেন, সেটা খুবই ইতিবাচক। তখন ক্লাব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। প্লেয়ার হিসেবে রেকর্ড ভালো হওয়ায় কোচ হিসেবেও আমার প্রত্যাশাও উঁচুতে ছিল। বার্সেলোনার সঙ্গে আমার সম্পর্কটা গভীর।’
গত বছরের মে মাসে বার্সার দায়িত্ব ছাড়েন জাভি। মৌসুমের মাঝপথে একবার কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন জাভি। তবে সেবার অনেক অনুরোধ করে তাকে রেখে দেয় ক্লাব কর্তৃপক্ষ। সেই ক্লাবই মৌসুম শেষে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় স্প্যানিশ কিংবদন্তিকে। এরপর দায়িত্ব দেওয়া হয় হ্যান্সি ফ্লিককে।
বার্সেলোনার লা মাসিয়া থেকে ওঠে আসা জাভি ক্লাবটির জার্সিতে খেলেছেন ১৭ বছর। এরপর ৪ বছর কাতারি ক্লাব আল-সাদে খেলার পর তিনি ফুটবল থেকে অবসর নেন এবং ম্যানেজারের দায়িত্ব নেন ২০১৯ সালে। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে স্বপ্নের ক্লাব বার্সার ডাগআউটের আগমন হয়। প্রথম মৌসুমে তার অধীনে কাতালানরা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে। তবে শেষ মৌসুমটা ট্রফিহীন যায়। সবমিলিয়ে জাভির অধীনে বার্সা ১৪১ ম্যাচের ৮৯টিতে জয় পায়।
বিআলো/শিলি