ফেসবুকের নতুন আপডেট: বন্ধু-কেন্দ্রিক ফিচার ফিরছে
dailybangla
14th Dec 2025 10:27 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: মেটা কোম্পানি ফেসবুক অ্যাপের মূল পরিচয়ে ফিরছে এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি বিনিময় ও মার্কেটপ্লেস ব্যবহারে জোর দিচ্ছে। নতুন আপডেটে ব্যবহারকারীরা মার্কেটপ্লেস, রিলস ও বন্ধু সংক্রান্ত অপশন সরাসরি নেভিগেশন বারে পাবেন।
ফেসবুক জানাচ্ছে, ইনস্টাগ্রামের মতো ছবি ডাবল-ট্যাপ করে লাইক করা যাবে এবং ছবিগুলো গ্রিড আকারে দেখানো হবে। সার্চে নতুন ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন ও ফুল-স্ক্রিন ভিউয়ার যুক্ত হয়েছে। কমেন্ট সেকশনেও নতুন সুবিধা যোগ হয়েছে যেমন রিপ্লাই সহজ করা, ব্যাজ প্রদর্শন এবং পিন টুল।
ফেসবুক আরও জানিয়েছে, ব্যবহারকারী চাইলে আগ্রহ, শখ, ভ্রমণ সম্পর্কিত তথ্য বন্ধ রাখতে পারবেন। এই আপডেটগুলো কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী চালু হবে এবং কিছু পরিবর্তন শুধুমাত্র মোবাইল অ্যাপে পাওয়া যাবে।
বিআলো/শিলি



