• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ফেসবুক পে-আউট সেটআপে ভুল হলে কী করবেন? 

     dailybangla 
    15th Mar 2025 5:59 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ছাত্র আন্দোলন দমাতে ১০ হাজার লোক মাঠে নামানোর ঘোষণা দিয়েছিলেন সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বে মোট ইন্টারনেট ও গুগল ব্যবহারকারীর সংখ্যা কত? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে এখন অনেকেই মোটা দাগে উপার্জন করে থাকেন। অনেকেই ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চান।

    তবে কীভাবে পে-আউট সেটআপ করতে হয় তা সম্পর্কে অনেকরেই সঠিক ধারণা নেই। তাই এ কাজটি করতে গিয়ে অনেকেই ভুল করে বসেন। আপনার ফেসবুক পে-আউট সেটআপ করার সময় যদি ভুল হয়ে থাকে, তাহলে সেটি ঠিক করার জন্য নিচের কিছু অপশন অনুসরণ করতে পারেন—

    ১. পে-আউট সেটিংস চেক করুন: ফেসবুক পেআউট হাব ‘মেটা পেআউটস’-এ যান। সেখানে সেটিংস ্মঃ; পে-আউটস অংশে গিয়ে ভুল তথ্য ঠিক আছে কি না চেক করুন।

    ২. পে-আউট ইনফরমেশন আপডেট করুন: পে-আউট অ্যাকাউন্ট এডিট করুন। যদি ব্যাংক অ্যাকাউন্ট বা নাম ভুল হয়, তবে সেটি পরিবর্তন করুন। ট্যাক্স ইনফরমেশন ঠিক করুন। যদি ভুল হয়ে থাকে, তাহলে নতুনভাবে সাবমিট করুন।

    ৩. পে-আউট ডিটেলস পরিবর্তন করতে না পারলে: ফেসবুক সাপোর্টের সাথে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে ফেসবুক বিজনেস হেল্প সেন্টার ‘ফেসবুক সাপোর্ট’-এ যান। গেট সাপোর্ট (সাপোর্ট নিন) অপশন ব্যবহার করে ম্যানুয়ালি রিপোর্ট করুন। লাইভ চ্যাট বা ই-মেইল সাপোর্টে রিকোয়েস্ট পাঠান।

    এভাবে আপনি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। তা-ও না পারলে পরিচিত এক্সপার্টদের সহযোগিতা নিতে পারেন।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930