ফেসবুক প্রচারে আচরণবিধি লঙ্ঘন চাঁদপুর-৪ আসনের দুই প্রার্থীকে কারণদর্শানোর নোটিশ
শামীম হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও জামায়াতে ইসলামী প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীকে শোকজ করেছেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ সবুজ হাসান।
বুধবার (১৪ জানুয়ারি) বিজ্ঞ বিচারক আদালতে এই আদেশ প্রদান করেন। আদালতের আদেশ সূত্রে জানা যায়, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের দুই প্রার্থী যথাক্রমে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ভেরিফায়েড ফেসবুক পেজ খরড়হ গফ ঐধৎঁহঁৎ জধংযরফ-এ গত ৬ জানুয়ারি ছবি ও হাতি প্রতীক সংবলিত পোস্টে ‘হারুন ভাইয়ের সালাম নিন, হাতি মার্কায় ভোট দিন’ লেখা যুক্ত করে পোস্ট করা হয়। একইভাবে জামায়াতে ইসলামী প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীর ফেসবুক পেজ নরষষধষ ঐড়ংংধরহ সরধলর-তে গত ৭ জানুয়ারি ছবি ও প্রতীক সংবলিত ‘১২ তারিখ সারাদিন দাঁড়িয়ে থাকুন’ লেখা যুক্ত করে পোস্ট করা হয়।
এছাড়া বিল্লাল মিয়াজী ভাইয়ের সমর্থক গাড়ির ফেসবুক পেজ থেকেও এই ধরনের নির্বাচনী প্রচারণা নিয়মিত পোস্ট করা হচ্ছিল যা চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়। যা জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধি লঙ্ঘন এবং বিধি ২৭ ও তদনুসারে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১ খ এর ৩০ (ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই তাদের উভয়কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং আগামী ১৯ জানুয়ারি উভয় প্রার্থী অথবা তাদের যথাযথ প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
বিআলো/আমিনা



