ফ্যাসিবাদী হাসিনার হামলার শিকার একজন চিকিৎসক
রংপুর প্রতিনিধি: গত ১৯ শে জুলাই শুক্রবার প্রতিদিনের মতো এই চিকিৎসক তার রংপুর নিউ মার্কেটের চেম্বার খুলে বসেছিলেন। সাধারণ ছাত্ররা ঐদিন রংপুর শহরে বিক্ষোভ মিছিল করছিল। বিক্ষোভ মিছিলটি জাহাজ কোম্পানি মোড়ে পৌঁছালে পুলিশ ছাত্রদের ধাওয়া করে। ছাত্ররা উপায় না পেয়ে দিক বিদিক ছুটাছুটি করে দুইজন ছাত্র চিকিৎসকের চেম্বারে আশ্রয় নেয় চিকিৎসক তাদের বাঁচানোর জন্য চেম্বারের শাটার বন্ধ করে দেন। পুলিশ সাটার ভেঙ্গে চিকিৎসকসহ ছাত্রদেরকে গুলি করে। এতে ছাত্রসহ চিকিৎসক মারাত্মকভাবে আহত হন।
চিকিৎসক ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা নেন। এরপরও তিনি পা দিয়ে এখনো হাঁটতে পারেন না। এই আহত চিকিৎসক মানসিক এবং শারীরিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছেন। দেশের আনাচে-কানাচে এমন অনেক আহত এবং নিহত ব্যক্তি আছেন তাদের খোঁজ আমরা এখনো জানিনা। গণ আন্দোলনের মুখে পলাতক ফ্যাসিবাদী সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছেন সাধারণ জনগণ। এমন ফ্যাসিবাদী সরকারে জন্ম যেন আর বাংলার মাটিতে না হয় এটা সারা বাংলাদেশের জনগণের কামনা।
বিআলো/তুরাগ