• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বইমেলায় আসছে তরুণ কবি সিয়াম হোসেন খানের কাব্যগ্রন্থ ‘ইথাফুল’ 

     dailybangla 
    04th Nov 2025 2:10 am  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: ভালোবাসা, বিরহ আর স্বপ্নের নরম ছোঁয়ায় গাঁথা শব্দের মালা— নাম তার ‘ইথাফুল’। তরুণ কবি সিয়াম হোসেন খানের প্রথম কাব্যগ্রন্থটি আসছে অমর একুশে বইমেলা ২০২৬-এ, পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে।

    চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ও তরুণ কবি মোঃ সিয়াম হোসেন খান এই কাব্যগ্রন্থে তুলে ধরেছেন প্রেম, বিরহ, সুখ-দুঃখের টানাপোড়েন আর বিচ্ছেদের অনুভূতির অনন্য প্রকাশ।

    গ্রন্থটি প্রকাশ করছে প্রহেলিকা প্রকাশন। এতে মোট ৫৫টি কবিতা রয়েছে, যার প্রতিটি কবিতা ১০ থেকে ২০ লাইনের মধ্যে রচিত। ৬৪ পৃষ্ঠার এই বইয়ের শেষ ছয়টি কবিতা লেখা হয়েছে কবির সহযোগিনী ‘হৃদিতা’ ছদ্মনামে।

    কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি সিয়াম হোসেন খান বলেন, “আমার কাছে মনে হয় জীবনকে খুব গভীরভাবে উপলব্ধি করতে তিনটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ— দারিদ্র্য, প্রেম ও বিদ্রোহ। এই তিনটির দর্শন ছাড়া জীবন অসম্পূর্ণ। জীবনের সার্বজনীন অর্থ প্রেমকে উপলব্ধি করে নিজেকে অনুসন্ধানের মাধ্যমে সত্যকে খুঁজে বের করা। আর সেই সত্য নির্দ্বিধায় প্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম কবিতা।”

    তিনি আরও যোগ করেন, “কবিতা হচ্ছে কবিদের নীরব আত্মচিৎকার। কবির নির্বাক অনুভূতিগুলোর নির্যাসমিশ্রিত উপজাতই হলো কবিতা। প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা, অপেক্ষা-উপেক্ষা, আক্ষেপ—সব অনুভূতির প্রকাশের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মাধ্যম কবিতা। যে কবিতা ভালোবাসে না, বোধ করি সে পৃথিবীর সর্বোচ্চ কঠিন হৃদয়ের অধিকারী।”

    নিজের কাব্যগ্রন্থ সম্পর্কে সিয়াম বলেন, “‘ইথাফুল’ শুধু একটি বই নয়; এটি একটি স্বপ্নের নাম, একগুচ্ছ আবেগ-অনুভূতির ডাকনাম। প্রেমাস্পদের সাথে কাটানো মধুর সময়, দূরে থাকার অসহনীয় যন্ত্রণা আর অজানা আশঙ্কার অনুভূতিগুলো শব্দে বর্ণিত হয়েছে কবিতাগুলোয়। যদি একজন পাঠকের হৃদয়েও এই অনুভূতি ছুঁয়ে যায়, তবেই সেটাই আমার সার্থকতা।”

    পাঠকদের উদ্দেশে তিনি বলেন, “কবিতার বই প্রকাশ করা হয়তো খুবই সহজ; তবে যে কবিতা পাঠকের হৃদয়কে স্পর্শ করবে, সেগুলোই সময়ের স্রোতে টিকে থাকবে। আমার পাঠকরাই আমার অনুপ্রেরণা। ছোট ছোট কবিতা লেখার মধ্য দিয়েই যাত্রা শুরু। প্রিয়তমার অনুপ্রেরণা আর ফেসবুকের পাঠকদের ভালোবাসাই আমাকে বই আকারে প্রকাশের সাহস দিয়েছে। এবারও পাঠকদের ভালোবাসা পাব বলে আশা করছি। বইমেলায় আসুন, বই পড়ুন, বই কিনুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। ‘ইথাফুল’ সবার মন জয় করুক, এটাই প্রত্যাশা।”

    উল্লেখ্য, বইমেলায় আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের পর থেকেই রকমারি ডটকমে অর্ডার করে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930