বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
dailybangla
18th Jun 2024 10:28 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড গড়েছে। গেল ৫ দিনে এ সেতু দিয়ে ২ লাখ ১৪ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৬ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৫০ টাকা।
সোমবার (১৭ জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদ যাত্রায় ১২ জুন থেকে ১৬ জুন এই ৫ দিনে ২ লাখ ১৪ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৬ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৫০ টাকা।
এর মধ্যে টাঙ্গাইল সেতু পূর্বে ১ লাখ ২৯ হাজার ৯৯২টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৭ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৮৫০ টাকা। সিরাজগঞ্জের সেতু পশ্চিমে ৮৪ হাজার ৮১৫টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৭ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।
বিআলো/শিলি