বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা পেলেন নতুনধরা গ্রুপের এমডি ড. মো. সাদী-উজ-জামান
মো. ইব্রাহীম হোসেন: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সার্ক কালচারাল ফোরাম ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার ১৭ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারসের কো-চেয়ারম্যান ড. মো. সাদী-উজ-জামান। তিনি অসুস্থতা জনিত কারণে অনুপস্থিতির জন্য তার পক্ষে সাবেক অতিরিক্ত সচিব ও নতুনধরা গ্রুপের নির্বাহী পরিচালক (প্রসাশন) আব্দুস সাত্তার শেখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারসের কো- চেয়ারম্যান ড. মো. সাদী-উজ-জামান আবাসন খাতে অসামান্য অবদান রাখায় ‘বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা- ২০২৩’ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খানের কাছ থেকে ড. মো. সাদী-উজ-জামানের পক্ষে সম্মাননা স্বারক গ্রহণ করেন সাবেক অতিরিক্ত সচিব ও নতুনধরা গ্রুপের নির্বাহী পরিচালক (প্রসাশন) আব্দুস সাত্তার শেখ।
বিআলো/তুরাগ