বটিয়াঘাটাকে সমৃদ্ধ করার অঙ্গীকার পাপুলের
নিজস্ব প্রতিবেদক: খুলনা-১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন, গত এক যুগ ধরে দাকোপ-বটিয়াঘাটা এলাকায় উন্নয়ন হয়নি। এ অঞ্চলের মানুষ রাজনৈতিকভাবে উপেক্ষিত ছিল। তিনি বলেন, বটিয়াঘাটাকে শিল্প ও কৃষিতে এগিয়ে নিতে তিনি কাজ করতে চান।
শনিবার বিকেলে বটিয়াঘাটা বাজার মাঠে আয়োজিত দোয়া ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পাপুল বলেন, নদীভাঙন থেকে রক্ষা পেতে বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে আধুনিক হাসপাতাল স্থাপন এবং পর্যটন শিল্পের বিকাশে বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া জলমা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে সাজানোর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বাড়িয়ে মৎস্য ও কৃষি উৎপাদন দ্বিগুণ করা হবে। নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এলাকার অর্থনীতি বদলে যাবে। বটিয়াঘাটাকে একটি অসাম্প্রদায়িক ও উন্নত উপজেলায় রূপান্তর করাই তার লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামিম। সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বটিয়াঘাটার সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
বিআলো/ইমরান



