বড় পর্দায় বনলতা সেন, ঈদে মুক্তির প্রস্তুতি
বিনোদন ডেস্ক: কবি জীবনানন্দ দাশের কল্পিত নারী চরিত্র ‘বনলতা সেন’ এবার রূপ পাচ্ছে চলচ্চিত্রে। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত ‘বনলতা সেন’ সিনেমাটি মুক্তির কথা ছিল গত বছর। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ছবিটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
জানা গেছে, শুরুতে নাবিলাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। বরং বনলতা সেন চরিত্রটি করতে আগ্রহ প্রকাশ করেন। এরপর তিন ধাপের অডিশনের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে চরিত্রটি অর্জন করেন তিনি।
সিনেমায় কবি জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়াও রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।
পরিচালক জানান, জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করাটা অত্যন্ত দায়িত্বের বিষয়। তাই গবেষণা ও প্রস্তুতিতে কোনো আপস করা হয়নি।
বিআলো/শিলি



