‘বডিকনে’ ভাইরাল দীপিকা!
বিনোদন ডেস্ক: রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসছে সন্তান। গত ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দেন অভিনেত্রী। এরপর খুব কম ক্যামেরার সামনে দেখা গেছে দীপিকাকে, অনেকেই বলেছিলেন সারোগেসির মাধ্যমে বাবা-মা হতে যাচ্ছেন রণবীর ও দীপিকা। এবার এই অভিনেত্রী ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটির প্রচারণায় অংশ নিয়ে সে প্রশ্নের জবাব দিলেন।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নাগ অশ্বিন পরিচালিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ অভিনয় করেছেন দীপিকা। আর বুধবার (১৯ জুন) সিনেমাটি প্রচারণার অংশ হিসেবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এসেছিলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। একেবারে বোল্ড কালো বডিকন ড্রেসে দেখা যায় দীপিকাকে।
তিনি পরেছেন কুচকুচে কালো ভিসকস নিটেড ফেব্রিকের বডিকন ড্রেস। লম্বা দৈর্ঘ্যের ড্রেসের নেকলাইনে হলটারনেক প্যাটার্ন তৈরি হয়েছে সামনে জুড়ে দেয়া সাদা পাথরের মাধ্যমে। সামনে একটু স্ট্র্যান্ডস রেখে হাফ পনিটেইল করা চুলের বাদামি হাইলাইট নজর কাড়ছে। ছোট হিপ দুল পরেছেন দীপিকা। সঙ্গে ন্যুড লিপকালার ও কাজলের ছোঁয়া।
দীপিকা নিজেও তার ইন্সটাগ্রামে এ লুকের সাদা-কালো ছবি পোস্ট করে মজা করে লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার আমার ক্ষুধা লেগেছে’। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘কল্কি ২৮৯৮ এডি’র অভিনেতা প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, এবং রানা দগ্গুবতিরা। অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিআলো/শিলি