• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

     dailybangla 
    31st Oct 2025 5:14 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ: “কৃষিই সমৃদ্ধি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি চত্বরে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি। উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা রানা পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মাজহারুল ইসলাম।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “উপজেলা কৃষি অফিস সর্বোচ্চ পরিমাণ সরিষা বীজ ও সার প্রদান করছে। এ প্রণোদনা কোনোভাবেই ক্রয়-বিক্রয় করা যাবে না। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, প্রণোদনার আওতায় মোট ৪ হাজার কৃষক-কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। এর অংশ হিসেবে উদ্বোধনী দিনে ১ হাজার কৃষক-কৃষাণীকে সহায়তা প্রদান করা হয়।

    প্রতি কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি পটাশ ও ১০ কেজি এমওপি সার বরাদ্দ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031