• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বদলগাছীতে হিন্দু পরিবারের চলাচলের রাস্তায় বাধা: এলাকায় উত্তেজনা 

     dailybangla 
    16th Aug 2025 5:25 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের পাতকোলা গ্রামে হিন্দু সম্প্রদায়ের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করার উদ্যোগে প্রায় ৫০টি হিন্দু পরিবার বিপাকে পড়েছে। দীর্ঘদিনের পুরনো এই রাস্তাকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, পাতকোলা হিন্দু পাড়াটি মূল সড়ক থেকে দূরে হওয়ায় শত বছরেরও বেশি সময় ধরে দুই জমির মাঝের একটি আইল ব্যবহার করে লোকজন যাতায়াত করতেন। এটি সময়ের ব্যবধানে পায়ে চলা রাস্তা হিসেবে স্বীকৃতিও পায়। সম্প্রতি প্রবেশমুখে বসবাসকারী দুই মুসলিম পরিবার রাস্তাটি বন্ধ করে অন্যদিকে বিকল্প রাস্তা তৈরির দাবি জানায়।

    হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, ওই মুসলিম পরিবারগুলো প্রায় ২০ বছর আগে এলাকায় জমি কিনে বসবাস শুরু করে। বর্তমানে তারা পুরনো রাস্তা বন্ধে নানা বাধা দিচ্ছে, এমনকি ভীতি প্রদর্শন করছে। ভুক্তভোগীদের দাবি, ৪৯৫ নং দাগে ১.৫ শতাংশ জমি ছেড়ে দেওয়া হয়েছিল রাস্তার জন্য, তবুও এখন সেটি বন্ধের পাঁয়তারা চলছে।

    গ্রামবাসী জানান, রাস্তাটি শুধু হিন্দু পাড়ার জন্য নয়, আশপাশের গ্রামের কৃষকরাও ফসল আনা-নেওয়ার জন্য ব্যবহার করেন। এটি বন্ধ হয়ে গেলে কৃষি উৎপাদনেও সমস্যা হবে। অভিযোগ উঠেছে, ভয়ভীতি দেখাতে রাস্তায় কাদা-পানি, গোবর এমনকি গরুর হাড়ও ফেলে দেওয়া হচ্ছে যাতে হিন্দুরা গ্রাম ছেড়ে চলে যায়।

    অন্যদিকে মুসলিম পরিবারের সদস্য মো. নাহিদ হোসেন দাবি করেন, আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো রেকর্ডীয় রাস্তা নেই। আমরা বিকল্প রাস্তার প্রস্তাব দিয়েছি। তবে চলাচলের কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। এজন্য ১১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।

    এ বিষয়ে আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম রেজাউল করিম (পল্টন) জানান, রাস্তাটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। ভারী বৃষ্টিতে কাদায় রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। ইউনিয়ন পরিষদের উদ্যোগে বালু দিয়ে তা সাময়িকভাবে ঠিক করা হয়েছে।

    বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান সনি বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930