বন্দরে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে উপজেলা বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গত সরকারের পতনের পর দেশ জুড়ে সন্ত্রাসীদের হামলা মামলা ও দখলদারিত্বের হিড়িক পরে। তারই ধারাবাহিকতায় বন্দর উপজেলা বিএনপি নেতাকর্মীদের নাম জড়িয়ে স্থানীয় কিছু পত্রপত্রিকায় সংবাদ প্রচার করা হয়।
যার দরুণ বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন) ও সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ লিটনকে জড়িয়ে একেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকা অপপ্রচার করে। এই অপপ্রচারের বিরুদ্ধে বন্দর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়।
এ বিষয়ে বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও বিএনপি দলের দুর্নাম রটানোর জন্য কিছু অসাধু লোক এসকল অপকর্ম করে আসছে। তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, আমি এবং আমার দল কোন দখল দারিত্বের সঙ্গে জড়িত নই। যদি এমন কোন ব্যক্তি বিএনপি দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মে লিপ্ত থাকে তাদের আইনের কাছে ধরিয়ে দিন।
এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদের খালাত ভাই মোমেন ভূইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মামুন, মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তারা মিয়া, বাবুল হোসেন, গাজী লিটনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ