বন্ধুজনের আয়োজনে সাংবাদিক ফরহাদ খাঁ স্মরণ সভা অনুষ্ঠিত
dailybangla
29th Jan 2026 9:47 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : বন্ধুজনের আয়োজনে সাংবাদিক ফরহাদ খাঁ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মাদ আকরম খাঁ হলে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সংগঠনের আহবায়ক প্রবীণ সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল বারী, নান্টু রায়, আতিকুল ইসলাম, শহিদুল ইসলাম, গোলাম নবী,
শেফালী দেউসি, জয়া শহীদ, শিকদার আব্দুস সালাম, কবি সাংবাদিক আশোক ধর, আশামণি, মিজানুর রহমান প্রমুখ। ডা. মুক্তাদীরের উপস্থাপনায় সভা শেষে দোয়া পরিচালনা করেন মাহবুব পাটোয়ারী। ইটালি প্রবাসী শহীদ সাংবাদিক ফরহাদ খাঁর একমাত্র মেয়ে আইরিন ভিডিও কলে উপস্থিত সবাইকে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে সকলকে ধন্যবাদ জানান।
বিআলো/আমিনা



