• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    বন্যায় মৃত্যু বেড়ে ২৭, পানিবন্দি ১২ লাখেরও বেশি মানুষ 

     dailybangla 
    27th Aug 2024 3:17 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ২৭ আগস্ট, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এসব তথ্য জানান।

    চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি।

    ফারুক ই আজম জানান, ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি।

    বন্যায় মোট ২৭ জন মারা গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

    বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, সবার কাছে ত্রাণ পৌঁছাতে চেষ্টা চলছে। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার দিয়ে ত্রাণ পৌঁছানো হচ্ছে।

    ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার পরে নতুন করে প্লাবিত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানান এই উপদেষ্টা। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পানি উন্নয়ন বোর্ড দিতে পারবে বলে জানান তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2025
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031