বরিশালের বাবুগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফাহিম আহমেদ, বাবুগঞ্জ (বরিশাল): বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা পরিষদে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলার সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ।
মতবিনিময় সভায় ১৯৭১ সালের বাবুগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, উপজেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবনিযুক্ত জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন দুর্নীতি, মাদকাসক্তি, চাঁদাবাজি নির্মূল, রাস্তাঘাট মেরামত, তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের বিষয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।
বিআলো/ইমরান



