বরিশালের ২৩ যুবককে সৌদি পাচার, এজেন্সির বিরুদ্ধে মামলা
এইচ আর হীরা, বরিশাল: ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ২৩ যুবককে বিদেশে পাচারের ঘটনায় একটি রিক্রুটিং এজেন্সির পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন মেহেন্দিগঞ্জ উপজেলার দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা এরশাদ হাওলাদার।
মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক সোহেল আহমেদ বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী তুহিন মোল্লা। মামলার আসামিরা হলেন ঢাকার পুরানা পল্টন এলাকার রিক্রুটিং এজেন্সি এসজে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৌদি প্রবাসী আরাফ হোসেন সিফাত, মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা সামসুল হক হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার ও কুদ্দুস হাওলাদার।
বেঞ্চ সহকারী জানান, বাদী এরশাদ হাওলাদারের ছেলে হাসানুজ্জামানসহ ২৩ যুবককে সৌদি আরবের সোলার প্যানেল তাজ আল নাওয়ার ট্রেডিং ইস্ট কোম্পানিতে মাসিক এক হাজার ৮০০ রিয়াল বেতনে চাকরির প্রলোভন দেখায় রিক্রুটিং এজেন্সি এসজে গ্রুপ সংশ্লিষ্টরা। প্রত্যেকের কাছ থেকে সাড়ে চার লাখ করে মোট এক কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা নেন সিফাত ও তার সহযোগীরা। কিন্তু সৌদি নেওয়ার পর সোলার প্যানেল কোম্পানিতে চাকরি না দিয়ে একটি হজ প্রকল্পে মাত্র এক মাস ১৫ দিন কাজ করায় ভুক্তভোগীদের। সেখানে তাদের মাত্র ৬১৫ রিয়াল বেতন দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ শেষ হলে অবৈধ অভিবাসী হিসেবে ১২ জন সৌদি আরবের পুলিশের কাছে আটক হলে তাদের দেশে ফেরত পাঠানো হয়। বাকি ১১ জনের এখনো কোনো হদিস নেই। তাই তাদের সন্ধান পেতে মামলাটি করা হয়েছে।
বিআলো/তুরাগ