বরিশালে আবারও অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
এইচ আর হীরা, বরিশালঃ বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার অফিসের একই মাঠে আরও একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এই গ্রেনেডটি পাওয়া যায়। এর ২ দিন আগে একই স্থানে একটি গ্রেনেড পাওয়া গিয়েছিলো। দ্বিতীয় বারের মতো গ্রেনেড পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে।
মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিস্কার করতে গিয়ে গ্রেনেডটির সন্ধান পান তিনি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা ৯৯৯ এ খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেন। এর আগে গত সোমবার একইভাবে আরও একটি গ্রেনেড দেখতে পেয়েছিলেন এই পরিচ্ছন্নতাকর্মী।
স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, গত ৪ আগস্ট ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল কলোনীর ভিতরে ঢুকে পড়ে। সেখানে থেকে রাস্তায় পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে। হয়ত সেই সংঘর্ষের সময় গ্রেনেড ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে যায়। ২ দিন আগেও এখানে একটি গ্রেনেড পাওয়া যায়।
২ দিনের ব্যবধানে একই জায়গায় পরপর ২টি গ্রেনেড পাওয়ায় আতঙ্কিত সবাই। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান বলেন, সেনাবাহি- নীর গ্রেনেড ডিসপজাল টিম এসে এ বিষয়ে ব্যবস্থা নিবে। এর আগেও একটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছিল। এ এলাকায় আরও কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখা হচ্ছে। গ্রেনেড পাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রেনেডগুলো কাদের এ বিষয়ে জানতে তদন্ত চলছে।
বিআলো/তুরাগ