বরিশালে জামায়াত নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, বিলবোর্ডেও আগুন
বরিশাল ব্যুরো: বরিশাল-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের নির্বাচনী বিলবোর্ডে আগুন ধরিয়ে দেয়ার পর ভাসানচর ইউনিয়নের আমীর মাওলানা আবদুর রহমান ফারুকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা ও আলোচনা শুরু হয়েছে।
৮ নভেম্বর রাতে জামায়াত প্রার্থীর বিলবোর্ডে আগুন ধরানো হয়। পরের দিন রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন আমীরের বাড়িতে অগ্নিসংযোগ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে নেতার পাকঘর ও রান্নাঘরের কিছু অংশ পুড়ে যায়। তবে কোনো হতাহত ব্যক্তি হয়নি।
হামলার প্রতিবাদে রবিবার বিকেলে ভাসানচর দফাদার হাট বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রিজে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন ভাসানচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান ফারুক।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক হামলার ঘটনা বরিশাল-৪ এলাকায় নির্বাচনী উত্তেজনা আরও বাড়াবে এবং নিরাপত্তা জোরদার করার দাবি উঠছে।
বিআলো/তুরাগ



