বরিশাল জেলা সমিতি ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা সমিতি ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদে ঢাকাস্থ কার্যালয়ে এই স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী বরিশাল জেলা সমিতির পৃষ্ঠপোষকতায় ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবছর শারীরিক প্রতিবন্ধীদের জন্য বেশ কিছু টুর্নামেন্টের আয়োজন করা হবে।
টুর্নামেন্টগুলোর মধ্যে রয়েছে- প্যারা ক্রিকেট, প্যারা ব্যাডমিন্টন, প্যারা টেবিল টেনিস ও দাবা। এছাড়াও খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণ প্রদান করা হবে। চুক্তি অনুযায়ী ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ বরিশাল সমিতিকে ঢাকায় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠায় সহায়তা প্রদান করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল লতিফ, এম জহিরুল আলম ইকবাল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, ট্রেজারার মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ