বর্ণাঢ্য আয়োজনে AJHRAF International Excellence Award–2025 প্রদান
সালাম মাহমুদ: মহান বিজয় দিবস উপলক্ষে এশিয়ান জার্নালিস্টস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ফোরাম (AJHRAF) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, AJHRAF International Excellence Award–2025 প্রদান, বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৫টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
AJHRAF বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম. এম. ইকবাল (আলমগীর)-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সৈয়দ দিদার বখত, সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এ এফ এম সোলায়মান চৌধুরী, সাবেক জনপ্রশাসন সচিব, আলহাজ নুরুদ্দীন আহমেদ, পরিচালক, এনটিভি, তাসিক আহমেদ, উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার), এটিএন বাংলা এবং প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক লায়ন মিঠু ধর চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে সৈয়দ দিদার বখত বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতির গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সত্তার প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত এই বিজয় ন্যায়, মানবতা ও মানবাধিকারের চিরন্তন বার্তা বহন করে। সত্য ও মানবিকতার পক্ষে সাহসী সাংবাদিকতা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় AJHRAF-এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
প্রধান অতিথি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, “বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে সকল শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান বিজয় দিবস উপলক্ষে AJHRAF যে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও স্মরণিকা প্রকাশের আয়োজন করেছে—তা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সাংবাদিকতা, মানবাধিকার, শিক্ষা, সংস্কৃতি, সংগীত, সাহিত্য, ক্রীড়া, ব্যাংকিং, স্বাস্থ্য, সমাজসেবা, শিল্প ও প্রবাসী রেমিট্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে AJHRAF International Excellence Award–2025 প্রদান করা হয়।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী (মরণোত্তর)-কে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম, সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফেরদৌস ওয়াহিদ, আলম আরা মিনু, ব্যাংকিং খাতে মো. হাবিবুর রহমান,
মিডিয়া ব্যক্তিত্ব তাসনোভা মাহবুব সালাম, সাংবাদিকতায় আইয়ুব ভূঁইয়া, রোকেয়া হায়দার, মাইনুল হোসেন সোহেল, শিক্ষা ও সমাজসেবায় প্রফেসর ড. হামিদা খানম, মানবাধিকার অ্যাডভোকেসিতে এডভোকেট মো. সাঈদুল হক সাঈদ,
স্বাস্থ্যসেবায় ডা. এম. ইয়াছিন আলীসহ দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
বিআলো/তুরাগ



