• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন 

     dailybangla 
    16th Jan 2025 6:54 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি: “বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি” প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে রেস্তোরা মালিক সমিতি।

    সংগঠনটির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টা চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে শপথ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীতে চাঁদপুর জেলার ৮ উপজেলার থেকে রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

    বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. জাহিদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মো. মাসুদ আখন্দ, উপদেষ্টা বিল্পব সরকার।

    এসময় তারা বলেন, “বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি” প্রত্যাহার করা না হলে হোটেল রেস্তোরা পরিচালনা করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে অতিরিক্ত এসব ভ্যাটের কারণে গ্রাহকদের ওপর বাড়তি চাপ পড়বে। এছাড়া রেস্তোরা পরিচালনা করতে গিয়ে ভ্যাট, ট্যাক্স, বিএসটিআই এর অনুমোদন, কলকারখানা লাইসেন্সসহ বিভিন্ন দপ্তরের লাইসেন্স নিতে গিয়ে বাড়তি ভোগান্তিতে পরতে হয়।

    বক্তারা আরো বলেন, বিগত সরকারের আমলে হোটেল রেস্তোরাঁর ভ্যাট ছিল ৫ শতাংশ। ওই সময় আমরা দাবী করে ছিলাম এটি ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার জন্য। বর্তমান সরকার ৫ শতাংশ ভ্যাটকে ৩ গুন ভ্যাট বৃদ্ধি করে ১৫ শতাংশ করেছে। যা কোন মতেই মেনে নেয়া সম্ভব নয়। গ্রাহকদের ওপর চাপ কমানোসহ রেস্তোরা ব্যবসা পরিচালনা করার জন্য আগের মত ৫% ভ্যাট বহাল রাখার দাবি জানান তারা। অন্যথায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

    মানববন্ধনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো. মুজিবুর রহমান আখন্দ (মাইনু), সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বেপারী, কোষাধ্যক্ষ সম্পদ সাহা, দপ্তর সম্পাদক মো. জাহিদুল হক মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল কোরবান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু নাছির মিয়াজী, সমাজ কল্যান সম্পাদক মো. শরিফুল ইসলাম (মামুন), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. মাহমুদ খান অপু, জেলা সমিতির সচিব হৃদয় চন্দ্র সূত্রধর,অফিস সহকারী মোঃ দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুগ্ম সম্পাদক মো. আজাদ মিয়া, সহ সভাপতি মো. জাকির মিজি, মো. আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক সৌরভ দে, শিল্প বিষয়ক সম্পাদক মো. মারুফ হোসেন, সদস্য মো. উজ্জল হোসেন, অফিস সচিব প্রদীপ সাহাসহ সকল উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728