বর্ষবরণ উপলক্ষ্যে নড়াইলে বিএনপির আনন্দ শোভাযাত্রা’র আয়োজন
নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে নববর্ষ উপলক্ষে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তা দলীয় কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা আতিকুর রহমান প্রিন্স, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্য সচিব আরিফুল ইসলাম মিলন, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি