বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন হলো ‘হেরিটেজ সুইটস’-এর দ্বিতীয় শাখা
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নতুন স্বাদের ঠিকানা
স্টাফ রিপোর্টার: বাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপন করছে প্রিমিয়াম ব্র্যান্ড ‘হেরিটেজ সুইটস’। গ্রাহকদের অভূতপূর্ব সাড়া পাওয়ার পর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এর দ্বিতীয় শাখা।
এর আগে সি ব্লকে চালু হওয়া প্রথম আউটলেটটি ইতোমধ্যেই মিষ্টিপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে হেরিটেজ সুইটস আরও বৃহত্তর পরিসরে সুস্বাদু ও মানসম্মত মিষ্টান্নের সেবা সম্প্রসারণ করল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপ (এসবিজি)-এর ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। এছাড়া বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যম প্রতিনিধি ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমিল আহমেদ সোবহান বলেন, “হেরিটেজ সুইটস সবসময় ভোক্তাদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খাঁটি উপকরণে তৈরি মানসম্মত ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন সরবরাহ করছে। ব্র্যান্ডটি ইতোমধ্যেই আস্থা ও সুনাম অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
আইসিসিবি’র প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, “মিষ্টি হাজার বছর ধরে বাংলার মানুষের আতিথেয়তার প্রতীক। হেরিটেজ সুইটস সেই ঐতিহ্যকে আধুনিক উপস্থাপনায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বসুন্ধরায় দ্বিতীয় আউটলেট উদ্বোধন আমাদের প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিল।”
আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে গড়ে তোলা এই নতুন আউটলেট বসুন্ধরার আই ব্লক ও আশপাশের বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।
ঠিকানা: প্লট নং ১১১৩, রোড-১৭, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।
বিআলো/তুরাগ



