বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনা ইস্যু খতিয়ে দেখছে ভারত
আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার পাঠানো অনুরোধটি পর্যালোচনা করছে ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পর বিষয়টি দুই দেশের কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারত “পর্যালোচনা” চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
বুধবার রাজধানীতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় পরীক্ষা করে দেখা হচ্ছে।
তিনি জানান, শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রশ্নে ভারতের অঙ্গীকার অটুট এবং এ লক্ষ্যে দেশটি বাংলাদেশের সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নোট ভারবাল মারফত পাঠানো চিঠির জবাব এখনো আসেনি। আরও বলেন, এত দ্রুত উত্তরের প্রত্যাশাও করা হচ্ছে না।
গত বছরের জনঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের পর বাংলাদেশ সরকার দুই দেশের প্রত্যর্পণ চুক্তির উল্লেখ করে নয়াদিল্লিকে তৃতীয়বারের মতো আনুষ্ঠানিক চিঠি পাঠায়।
দিল্লি এখনো সেই চিঠির সুনির্দিষ্ট জবাব দেয়নি; তবে ভারত বারবার জানিয়েছে, বাংলাদেশ পরিস্থিতিতে তারা জনগণের সর্বোত্তম স্বার্থকে সর্বাগ্রে রেখে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিআলো/শিলি



