• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশের জন্য আরেকবার মুক্তিযোদ্ধাদের পাশে থাকার আহ্বান জানালেন বঙ্গবীর কাদের সিদ্দিকী 

     dailybangla 
    30th Aug 2025 10:28 pm  |  অনলাইন সংস্করণ

    রুমি আক্তার পলি, টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, শুরুতে তোমরা একবার আমার পাশে এসে দাঁড়িয়েছিলে তাই আল্লাহর রহমতে একটি জয় এসেছিল। মানুষের সেবায় আরেকটি বার আমার পাশে এসে দাঁড়াও। আমরা মানুষের সেবক হই। এজন্য একটি তালিকা করছি এবং অসংখ্য মানুষের সাড়া পাচ্ছি। মুক্তিযুদ্ধের সংগঠন কোনো দলের নয়, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়। এই সংগঠন স্বাধীনতার, এই সংগঠন মুক্তিযুদ্ধের, এই সংগঠন জয় বাংলার, এই সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশের জন্য তোমরা সবাই ১৯৭১ এ যেমন এক মন এক প্রাণ হয়ে যুদ্ধ করে জয়লাভ করেছিলে। আমরা ২০২৫ এ এক মন এক প্রাণ হয়ে আবার আমরা সংগ্রাম করে জয়লাভ করতে চাই।

    শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডঃ মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্য তিনি বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু ঋণে জর্জরিত। শেরেবাংলা এ কে ফজলুল হক ঋণ সালিশী ভোট করে কৃষককে বাঁচিয়েছিলেন। আবার সেইরকম একটি ঋণ সালিশীর ভোটের মতো অবস্থা হয়েছে।আপনাকে হাসিনা সুদখোর, ঘুষখোর বলেছিলেন, কিন্তু আমি কখনো তা বলি নাই। কিন্তু আমি আপনাকে বলবো, মুক্তিযোদ্ধাদের উপর আঘাত করা হয়েছে। যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন, যদি আপনি স্বাধীনতার পক্ষে হয়ে থাকেন তাহলে এই আঘাত আপনার উপরেও আনা হয়েছে। আপনি যদি মুক্তিযোদ্ধাদের পক্ষে হয়ে থাকেন তাহলে যখন লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে আমি ধরে নিবো তখন ডঃ ইউনূস আপনারও দুই গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না হয়ে থাকেন, যদি আপনি আলবদর, রাজাকার হয়ে থাকেন, আপনি যদি শান্তিকমিটির হয়ে থাকেন তাহলে আপনাকে বলা হয় নাই। আমি এর বিচার চাই।

    বঙ্গবীর আরো বলেন, দেশ দলাদলিতে ভরে গেছে। দেশে ভালো মানুষ নাই। বঙ্গবন্ধুর মাথার উপর প্রস্রাব করেছে। মুক্তিযুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের যদি পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হয় তাও শান্তি। কিন্তু বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে এই পোলাপাইন জন্ম নিলো কিভাবে?

    সেনা প্রধানকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট কিন্তু ডঃ ইউনূস দেশের বাইরে ছিলেন। ওইদিন ওয়াকার সাহেব আপনি বলেছিলেন, দেশের দায়িত্ব নিলাম, আমাকে ভরসা করেন। দেশের হেফাজত করবেন বলেছিলেন। কোথায় হেফাজত করছেন? সকাল বিকাল মব হচ্ছে। মঞ্চ ৭১ এর সংগঠনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা করতে গেছেন। মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা করা কি নিষিদ্ধ? যারা বক্তৃতা করতে গিয়েছিলেন তারা কি সন্ত্রাসী করতে গিয়েছিলেন নাকি যারা বাঁধা দিতে গেছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে? আপনি দেখেন না কে অপরাধী? তাই বলছি আপনারা সাবধান হোন।

    কোম্পানী কমান্ডার ফজলুল হক বীর প্রতীকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কাদেরিয়া বাহিনীর কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, কোম্পানি কমান্ডার হুমায়ুন বাংগাল, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ছোট ভাই ও কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী,ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক আতিকুর রহমান সহ প্রায় কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930