• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশে ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের আহ্বান যুব ও ক্রীড়া উপদেষ্টার 

     dailybangla 
    01st Jul 2025 11:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মরক্কো সফররত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রাবাতে আইসেসকো (Islamic World Educational, Scientific and Cultural Organization – ICESCO) সদরদপ্তরে সংস্থার মহাপরিচালক ড. সালিম এম. আলমালিক-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

    বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুসলিম দেশসমূহে শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন, পরিবেশ, স্বাস্থ্য ও সংস্কৃতির প্রসারে আইসেসকোর কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

    এ সময় বাংলাদেশের যুবদের দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পসমূহের বিস্তারিত তুলে ধরে এসব উদ্যোগে আইসেসকোর সহযোগিতা কামনা করেন তিনি।

    উপদেষ্টা বাংলাদেশের জনগণের ইসলামী সংস্কৃতি ও ভাষা বিষয়ক জ্ঞান ও গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে দেশে একটি ‘ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার’ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি, আইসেসকোর অন্যান্য দেশে পরিচালিত প্রকল্পের মতো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণে সহায়তার অনুরোধ করেন।

    বৈঠকে ড. সালিম এম. আলমালিক বাংলাদেশের তরুণদের সম্ভাবনা ও কর্মক্ষমতার প্রশংসা করে বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আইসেসকোর কর্মকাণ্ডকে গতিশীল রেখেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসহ আইসেসকোর বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন।

    ড. সালিম বলেন, আইসেসকো বাংলাদেশের সঙ্গে যে কোনো খাতে কাজ করতে আগ্রহী এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণদের সুযোগ করে দিতে বদ্ধপরিকর। তিনি আইসেসকোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বাংলাদেশের যোগ্য ব্যক্তিদের যুক্ত করতে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহও জানান।

    এছাড়া, তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয়। তিনি এই খাতে আইসেসকোর উদ্যোগে বাংলাদেশের বিশেষজ্ঞদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং আইসেসকোর উচ্চপর্যায়ে একজন বাংলাদেশি বিশেষজ্ঞকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।

    একই সঙ্গে, আইসেসকো-ভুক্ত আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক মডেলের ক্ষুদ্রঋণ প্রকল্প সম্প্রসারণে সহযোগিতা প্রত্যাশা করেন। বৈঠক শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

    পরবর্তীতে উপদেষ্টা আইসেসকোর সদরদপ্তরে অবস্থিত ‘দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অব দ্য প্রফেট মুহাম্মদ (সা.) অ্যান্ড ইসলামিক সিভিলাইজেশন’ পরিদর্শন করেন। এসময় তিনি বাংলাদেশের ঐতিহ্য ও ইসলামি সংস্কৃতিকে ভবিষ্যতে এই জাদুঘরের প্রদর্শনীর অংশ হিসেবে উপস্থাপনের আশা প্রকাশ করেন এবং বাংলাদেশেও অনুরূপ একটি জাদুঘর প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930