• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশে কখনো স্বৈরাচারের স্হান জনগণ মেনে নিবেনা: আমিনুল হক 

     dailybangla 
    16th Jan 2025 9:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আর কখনো কোন স্বৈরাচারের স্হান এদেশের জনগণ মেনে নিবেনা মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

    তিনি বলেন,যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, বোনকে গুলি করে হত্যা করেছে।যারা আমার ভাইদের গুম করেছে। যারা গত ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আমাদের বহু ভাইদের গুলি করে হত্যা করেছে,তাদের স্হান কখনো বাংলাদেশে হতে পারে না।

    আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকারের ফ্যাসিষ্ট ভয়াবহ আচরণে তারা শুধু দেশের ক্রীড়াঙ্গনেরই ক্ষতি করেনি, তারা পুরো বাংলাদেশের প্রত্যকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ও রাজনীতিকরনের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে।

    তিনি বলেন,সেই ধ্বংসস্তুুপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো পূনর্গঠন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা দিয়েছেন।

    তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ নির্বাচনে বাংলাদেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার ৩১ দফার রুপরেখা পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পূনর্গঠন করবে এবং সেই পূনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    আমিনুল হক বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকা রেখেছেন। আজকে ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলেছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে। যে অবদান ভূলার নয়।

    বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গন দলীয়করন মুক্ত ও শক্তিশালী ছিল। ১৯৯১ এবং ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধান মন্ত্রী ছিলেন,সেই সময়ে ক্রীড়াঙ্গনে কখনও দলীয় করণ করে নাই। তখন মেধার ভিক্তিতে সকল সংগঠনকে নিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়ে ছিল। কিন্তু স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে গত ১৫ বছরে দেশের ক্রীড়াঙ্গনের নাজুক অবস্থা তৈরি করে গেছে।

    আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে খেলা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল খেলার উদ্বোধন করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ এসময় উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031