বাংলাদেশ আমজনতা পার্টির কমিটি গঠন ২৬ জেলায়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আমজনগণ পার্টির ২৬ জেলায় কমিটি গঠন করা হয়েছে। পার্টির অাহবায়ক মোহাম্মদ রফিকুল অামীন গত রোববার এসব কমিটির অনুমোদন দিয়েছেন। জেলা কমিটিগুলোর আত্মপ্রকাশ উপলক্ষে এক বিবৃতিতে পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেছেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন জেলায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
ইলেকশন কমিশনের রিকোয়ারমেন্ট পরিপূর্ণ করার লক্ষ্যে, আমরা সারা দেশব্যাপী কার্যক্রম চালাচ্ছি, এই মুহূর্তে দলের সকল নেতাকর্মী নিবন্ধন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমজনগণ পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। আইনের সুশাসন, সমতা, জাতীয় স্বার্থ, ন্যায় বিচার, ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আশা করি দেশবাসী আমাদের পাশে থাকবেন।
দলের যেসব জেলা কমিটি গঠন করা হয়েছে সেগুলো হলোঃ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, বান্দরবন, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলা কমিটি।
বিআলো/তুরাগ



