বাংলাদেশ ইস্যুতে শিলিগুড়িতে বিক্ষোভ, ভিসা কেন্দ্র বন্ধ
বিআলো ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ও দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের শিলিগুড়ি শহর। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে অবস্থিত বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকেই সেবক রোড এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে। বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ভিসা সেন্টারের সামনে পৌঁছে ভাঙচুর চালায়। সাইনবোর্ড ভেঙে ফেলা ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে।
সোমবার সকালেও উত্তেজনা অব্যাহত থাকে। বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভের সময় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত রাখতে হবে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পুলিশ ও প্রশাসন ভিসা সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিআলো/শিলি



