• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮০–৮১ ব্যাচের গৌরবোজ্জ্বল পুনর্মিলনী 

     dailybangla 
    18th Jan 2026 9:17 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ‘পরিকল্পিত ও স্মার্ট কৃষিতে সমৃদ্ধ বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৮০–৮১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

    গত শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ায় অবস্থিত অভিজাত রিসোর্ট *রিভারস রিডজে* আয়োজিত এ মিলনমেলায় দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রায় ২৫০ জন কৃষিবিজ্ঞানী ও বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। মাঘের শীতের নরম রোদ ও কুয়াশামাখা সকালে স্মৃতির ডানায় ভর করে দীর্ঘদিন পর একত্রিত হন সহপাঠীরা। সকাল থেকেই অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে প্রাণবন্ত আড্ডা, হাসি ও আবেগে।

    কৃষি, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, মৎস্য সম্পদ, পশু সম্পদ ও পশুপালনসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পুনর্মিলনীটি পরিণত হয় এক সর্বজনীন উৎসবে।

    অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সহপাঠীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর রেজিস্ট্রেশন ও নাস্তা পর্বে অংশগ্রহণকারীদের জন্য ছিল লাইভ পিঠার বিশেষ আয়োজন। চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠায় শীতের সকাল হয়ে ওঠে আরও আনন্দময়।

    নাস্তা শেষে সবাই অংশ নেন নৌভ্রমণে। নদীর বুকে ভেসে চলা নৌকাভ্রমণের ফাঁকে ফাঁকে চলে স্মৃতিচারণ ও প্রাণখোলা গল্প। নৌভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা ঘুরে দেখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজে ঘেরা নান্দনিক ক্যাম্পাস। ক্যাম্পাস পরিদর্শন শেষে নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হয় মধ্যাহ্নভোজ।

    সারাদিনের আয়োজনে শিশুদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন। পাশাপাশি বয়স্ক নারী ও পুরুষদের জন্যও ছিল আনন্দঘন ক্রীড়া প্রতিযোগিতা। বিকেলে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বেতার ও টেলিভিশনের খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান আব্দুস সবুর খান। আলোচনায় সভাপতিত্ব করেন ব্যাচের সভাপতি ও সাবেক ভাইস চ্যান্সেলর ড. খন্দকার নাসির উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    মিলনমেলার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন মুখ্য সমন্বয়ক ড. মীর শাহ আলম। অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, কৃষি ও বিভিন্ন ক্যাডারের সাবেক কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বিএডিসি, মৎস্য ও পশু সম্পদ অধিদপ্তর, কৃষি প্রকৌশল অধিদপ্তরের মহাপরিচালক ও কর্মকর্তারা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের প্রস্তুতি থেকে সমাপ্তি পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন, ডিআইজি রফিকুল ইসলাম, সাবেক সচিব আফজল হোসেন, কৃষি অধিদপ্তরের পরিচালক ড. আব্দুল মান্নান, সাবেক ডিজি বেনাজীর আহমেদ, হাবিবুর রহমান, পরিচালক মোয়াজ্জম হোসেন, মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট আরও অনেকে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় বাকৃবি ৮০–৮১ ব্যাচের এ পুনর্মিলনী পরিণত হয় স্মৃতি, সৌহার্দ্য ও নস্টালজিয়ায় ভরপুর এক সফল আয়োজন।

    দিনব্যাপী এই মিলনমেলা শুধু পুরোনো বন্ধুদের পুনর্মিলনের উপলক্ষই নয়, বরং পরিকল্পিত ও স্মার্ট কৃষির মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় অংশগ্রহণকারীদের মধ্যে নতুন করে জাগিয়ে তোলে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031