• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস কারা যাবে সুপার এইটে 

     dailybangla 
    17th Jun 2024 1:13 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ দল। এরপরই সুপার এইটের সম্ভাবনা জাগে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতেই সুপার এইটে এক পা দিয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ আট এখনও নিশ্চিত হয়নি টাইগারদের।

    এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে টাইগাররা। এমনকি এক পা দিয়ে রেখেছে সুপার এইট পর্বে। সোমবার নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে নাজমুল শান্তর দল। বৃষ্টি বা কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশই যাবে সুপার এইটে। তবে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১ রানে হারা নেপাল যদি অঘটন ঘটায়ও, এরপরও বেশ জোরালো সম্ভাবনা থাকবে বাংলাদেশের।

    তবে নেপালের বিপক্ষে বাংলাদেশ হারলে সুপার এইটের সুযোগ আছে নেদারল্যান্ডসের। বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে যেকোন ব্যবধানে জয় পায় তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে চলে যাবে। যত বড় ব্যবধানেই নেদারল্যান্ডস জিতুক আসর থেকে ছিটকে যাবে তারা। আর নেপালের কাছে বাংলাদেশ হারলে এবং নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় তবেই তাদের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

    তার মানে এই নয় যে, বাংলাদেশের হারের পর জিতলেই নেদারল্যান্ডসের সুপার এইট নিশ্চিত। এখানেও আছে সমীকরণ। বাংলাদেশের হার এবং নেদারল্যান্ডসের জয়ের ন্যূনতম ব্যবধান পূরণ করতে হবে। টাইগারদের হার ও ডাচদের জয়ের সমন্বিত ব্যবধান হতে হবে ৫৪। অর্থাৎ আগে ব্যাট করে নেপাল অন্তত ১৪০ রান করার পর যদি বাংলাদেশ ৩৫ রানে হারে এবং ডাচরা ১৪০ রান করে অন্তত ১৫ রানে জয় পায় তবেই তারা শেষ আটে যাবে।

    আর যদি বাংলাদেশের হারের ব্যবধান এর থেকে ছোট হয় এবং নেদারল্যান্ডস অন্তত ১৫ রানের জয় না পায় সেক্ষেত্রে হেরেও সুপার এইটে চলে যাবে শান্তরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে নেদারল্যান্ডসের (-০.৪০৮) চেয়ে অবশ্য নেট রানরেটে এগিয়ে আছে বাংলাদেশ (০.৪৭৮)। মানে দুই দলের নেট রানরেটের পার্থক্য প্রায় ০.৮৮৬।

    এর আগে কিংসটাউনে আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫৯ রান করেছিল বাংলাদেশ। ধরা যাক, নেপালের সঙ্গে আগে ব্যাটিং করে ২০ ওভারে ১৫০ রান করল বাংলাদেশ। নেপাল সেটি টপকে গেল ১৯ ওভারের মধ্যে। তখন বাংলাদেশের নেট রানরেট নেমে আসবে ০.২৬৬-এ।

    অন্যদিকে এখন পর্যন্ত ২০ ওভারে সর্বোচ্চ ১৩৪ রান তোলা নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার সঙ্গে আগে ব্যাটিং করে ১৭০ রানও তোলে, এরপর ম্যাচটি জেতে ২০ রানে (দুই দলই ২০ ওভার ব্যাটিং করবে ধরে নিয়ে), তখনো ডাচদের নেট রানরেট থাকবে -০.০৫০-এর মতো। মানে সেই সমীকরণেও এগিয়ে থাকবে বাংলাদেশই।

    বাংলাদেশ ও নেপালের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার ম্যাচটি এক ঘণ্টা পর। দুটি ম্যাচই ঠিকঠাক সময়ে শুরু হলে নেদারল্যান্ডস সমীকরণটা হয়তো জেনে যেতে পারে শেষ সময়ে গিয়ে, তবে সেটিও খুব বেশি পার্থক্য গড়তে পারবে কি না- সেটাই দেখার বিষয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     

    ফরহাদ হত্যার প্রতিবাদে লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031