বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিলনমেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভিন্ন জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিয়ে উৎসবমুখর পরিবেশে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই জুলাই (শুক্রবার) সিলেট জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলা শাখা ও জৈন্তাপুর উপজেলা শাখা। দুই শাখার যৌথ উদ্যোগে আগত নেতৃবৃন্দকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসার সঙ্গে বরণ করে নেন। বৃষ্টি বিঘ্নিত অবস্থায় যেখানে মানুষ ঘর থেকে বের হতে পারতে ছিল না, সেখানে অনানুষ্ঠানিকভাবে তাদের সমস্ত আয়োজনে উপস্থিত সকলেই অভিভূত হন। সকলে তাই আয়োজকবৃন্দদেরকে ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখান থেকে বিদায় নিয়ে তারা তামাবিল, জাফলং, সাদা পাথর, চা-বাগানসহ দর্শনীয় স্থানগুলো ঘুরে তারা তাদের আনন্দ উপভোগ করেন।
যাদের অংশগ্রহণে আনন্দ ভ্রমণটি বর্ণাঢ্য মিলন মেলায় পরিণত হয় তারা হলেন-বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মাইন উদ্দিন প্রধান-চাঁদপুর, সহ-সভাপতি আব্দুল আলিম-কুমিল্লা, সহ-সভাপতি জিয়াউর রহমান হাসান-বি-বাড়িয়া, সহ-সভাপতি মো. আবুল খায়ের- সিলেট, সিলেট জেলার সদস্য সচিব মাহবুবুজ্জামান আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিন হেলাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. জালাল আহমেদ- কুমিল্লা, জনপ্রশাসন ও গণসংযোগ বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন-কুমিল্লা, মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস সুলতানা মনোহরদী, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বিদ্যুৎ মিয়া-মনোহরদী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আলম চৌধুরী-মনোহরদী, মনোহরদী উপজেলা শাখার সভাপতি শাহ আলম-মনোহরদী, মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ গোয়াইন ঘাট, কানাইঘাট, সিলেট সদর ও মৌলভীবাজারের বহু বিক্রয় প্রতিনিধিগণ।
বিআলো/তুরাগ