বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মাঝে এ বছরের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান রবিবার রাজধানীর বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের মাঝে সম্মাননা তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
বিমান বাহিনীতে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর শান্তিকালীন পদক প্রদান করা হয়। এ বছর মোট **৪০ জন** কর্মকর্তা ও বিমানসেনাকে এই পদক দেওয়া হয়েছে।
পদক প্রদান শেষে বিমান বাহিনী প্রধান পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই সম্মাননা বিমান বাহিনীর অন্যান্য সদস্যদের মধ্যেও দায়িত্ববোধ, মনোবল ও অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



