বাংলাদেশ যাত্রায় তারেক রহমানের সাথে আসছেন যারা
নিজস্ব প্রতিবেদক: ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ যাত্রায় কারা কারা সাথে আসছেন তা নিয়ে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মনে কাজ করছে জল্পনা কল্পনা।
জানা যায়, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাসে বিজি ২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমান দেশে ফিরছেন। তার পক্ষে মোট ছয়টি টিকিট কেনা হয়েছে। তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য টিকিট কেনা হয়েছে।
এছাড়া এই ছয় জনের বাইরে নিজ অর্থে যারা টিকিট কিনেছেন তাদের মধ্যে রয়েছেন- মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, নাসির আহমদ শাহীন, খছরুজ্জামান খছরু, রহিম উদ্দীন, গোলাম রব্বানী, আসাদুজ্জামান আহমদ, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, ডালিয়া লাকুরিয়া, এম এ সালাম, প্রমুখ।
বিজনেস ক্লাসের বাইরে আরও প্রায় ৩৫ জন ইকোনমি ক্লাসে দেশে আসছেন। যুক্তরাজ্য, ইতালি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ডে থাকা বিএনপির নেতারাসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েকজন নেতারাও এ বিমানের ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন। এর বাইরে তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বুধবার গণমাধ্যমকে জানান, ‘আমাদের নেতা উনার (তারেক রহমান) পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে যাচ্ছেন। এর বাইরে অনেকেই যার যার মতো টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন বলে শুনেছি। তারেক রহমান সাহেব এয়ারপোর্টে বিদায় জানাতে বারবার নিষেধ করেছেন। তারপরও এলে আমার কিছু বলার নেই।’
বিআলো/এনএনইউ



