বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেহলী পারভীন
মনিরুল ইসলাম মনির : সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এই প্রসঙ্গে বিশেষ আলোচনার মুহূর্তে তিনি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মাতৃজগতের সম্পাদক খান সেলিম রহমানসহ কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সারাদেশের ২৮ হাজার সদস্যের প্রতি বিরামহীন সমর্থনের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা জানান।
নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় জনপ্রিয় এই নেত্রী বলেন, নির্বাচিত হওয়া নিঃসন্দেহে তাঁর জন্য আনন্দের বিষয় হলেও দায়িত্বও অনেক বেড়ে গেছে। তিনি বলেন, সাংবাদিকরা নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন—এটাই তাঁর প্রধান লক্ষ্য। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মীদের স্বাধীনতার পক্ষে কাজ করে আসছে—তিনি এই ধারা অব্যাহত রাখতে চান। পাশাপাশি অনুসন্ধানী সংবাদ সংগ্রহ ও সরবরাহের বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তৃণমূল সংবাদকর্মীদের আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। পেশাগত ঐক্যের অভাবে সাংবাদিক নির্যাতন, গুম ও খুনের সংখ্যা কমিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তিনি দীর্ঘদিন মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ অব্যাহত রাখতে চান।
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে সেহলী পারভীন বলেন, গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা ও সমাজ সচেতনতার অন্যতম চালিকা শক্তি। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময়ই দৃঢ় ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সাংবাদিক নিরাপত্তা, স্বাধীনতা ও মেধা বিকাশে নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তাঁর বিশ্বাস।
তার নির্বাচিত হওয়া সারাদেশের ২৮ হাজার সাংবাদিকের প্রাণকেন্দ্র বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের জন্যও নতুন সম্ভাবনা ও অগ্রগতির বার্তা বহন করছে।
বিআলো/ইমরান



