বাইকের নম্বর প্লেটে চ্যালেঞ্জ, কয়েক ঘণ্টার মধ্যেই আটক যুবক
আর্ন্তজাতিক ডেস্ক: একটি দৃঢ় খেলার ছলে পুলিশের প্রতি চ্যালেঞ্জ, কিন্তু বাস্তবের মাঠে রাহিলের জন্য তা হয়ে উঠল ঝুঁকিপূর্ণ। নিজের বাইকের নম্বর প্লেটে বিদ্রুপময় বার্তা লিখে ‘Catch me if you can’ পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে ২১ বছর বয়সী রাহিলকে আটক করেছে পুনে পুলিশ।
পুনের রাহিল সবুজ কাওয়াসাকি নিনজা মোটরসাইকেলের মালিক। সরকারি নিবন্ধন নম্বর না দিয়ে তার বাইকের নম্বর প্লেটে লেখা ছিল, ‘Will Run’। রাহিলের বন্ধু নীতিশ কে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং পুনে পুলিশের অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করে উসকানিমূলক ক্যাপশন দেয়- ‘Catch me if you can’।
পোস্টে একটি ‘রেডিট’ স্ক্রিনশটও ছিল, যেখানে প্রশ্ন তোলা হয়, এত ট্রাফিক পুলিশ এবং সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে এই নম্বর প্লেট অনুমোদিত হলো।
পুনে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং প্রযুক্তি ব্যবহার করে রাহিলকে তার অবৈধ বাইকসহ কয়েক ঘণ্টার মধ্যেই আটক করে। গ্রেফতারের পর পুলিশ একটি ‘আগে ও পরে’ ভিডিও প্রকাশ করে, যেখানে রাহিলকে ক্ষমা চাইতে দেখা যায়। সে ভিডিওতে জানায়, “পুলিশ মাত্র এক ঘণ্টার মধ্যে আমাকে ধরেছে। আমি আমার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।”
পুনে পুলিশ ভিডিওর সঙ্গে লিখেছে, ‘রাস্তা খেলার জায়গা নয়। ছেলেটি বিপজ্জনক খেলা খেলেছে, এবং সে তার ফল ভোগ করেছে।’
বিআলো/শিলি



