বাউফলে উদ্বোধন হলো আধুনিক পাবলিক লাইব্রেরি: পাঠচর্চায় নতুন দিগন্ত
মো. তারিকুল ইসলাম, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে নবনির্মিত আধুনিক পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল পাবলিক মাঠসংলগ্ন এলাকায় ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, নবনির্মিত এই লাইব্রেরি বাউফলের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিচর্চায় নতুন মাত্রা যোগ করবে। পাঠাভ্যাস গড়ে তুলতে লাইব্রেরির বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী মারজান বিন জাহাঙ্গীর ও আবু জাফর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ পলাশসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক সুবিধাসম্পন্ন নতুন এই লাইব্রেরি মানুষের মধ্যে বইপড়া ও জ্ঞানচর্চার আগ্রহ আরও বাড়াবে। বিশেষ করে তরুণ সমাজ আরও বেশি বইমুখী হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। বাউফলবাসীর প্রত্যাশা—এই আধুনিক লাইব্রেরি ভবিষ্যতে এলাকার শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিআলো/ইমরান



