বাউফলে কৃষক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গোলাবাড়ি ব্রিজের ওপাড়ে কৃষকদলের কার্যালয়ে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট তারা। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব খায়ের হুজুর।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন ও বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. সোহেল আকন, যুগ্ম আহ্বায়ক সাইফুল মোল্লা এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক দল নেতা-কর্মীরা। স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মিজানুর রহমান লিটু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন—আমরা এটাই প্রত্যাশা করি।”
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন কঠিন হবে। প্রতিটি ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন আদায় করতে হবে। দলীয় ঐক্য ছাড়া বিজয় সম্ভব নয়—সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জয় নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. সোহেল আকন।
দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
বিআলো/ইমরান



