বাউফলে বাস থেকে ৪৬২ কেজি শাপলাপাতা মাছ জব্দ
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল(পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী অন্তরা ক্লাসিক পরিবহনের একটি বাস থেকে ৪৬২ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেছে বন বিভাগ ও থানা পুলিশ। রোববার দুপুরে থানার সামনে গোপন খবরের ভিত্তিতে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিতে পাঁচটি বড় শাপলাপাতা মাছ পাওয়া যায়। এগুলোর মোট ওজন ৪৬২ কেজি। এ প্রজাতির মাছ বিপন্ন হওয়ায় এগুলো ধরা বা পরিবহন করা আইনত নিষিদ্ধ।
উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে বাসযোগে ১০টি শাপলাপাতা মাছ পাচারের চেষ্টা চলছে—এমন তথ্য পাওয়া যায়। পরে বাসটি আটক করে তল্লাশি করলে পাঁচটি মাছ পাওয়া যায়, বাকিগুলোর কোনো খোঁজ মেলেনি।
ঘটনার পর বাসের চালক ও সহকারীকে পুলিশ আটক করেছে। তারা মাছ পরিবহনের বিষয়ে কিছু জানাতে পারেনি। পুলিশ বলছে, আন্তজেলা একটি পাচারচক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে গণপরিবহন ব্যবহার করে বন্যপ্রাণী পাচারের প্রবণতা বেড়েছে। এ চালানটি আটক হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
বন বিভাগ জানিয়েছে, জব্দ করা মাছগুলো নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে।
বিআলো/ইমরান



