বাউফলে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী): জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন, সালমা আলম লিলি এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহম্মেদ লেনিন, বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় কালাইয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলসহ অংশ নেন। বক্তারা তাঁদের বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দলীয় ঐক্য জোরদারের আহ্বান জানান।
বিআলো/ইমরান



