বাউফলে মামলার পলাতক আসামি লালমোহনে গ্রেফতার
মো. তারিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে দায়ের করা একটি নিয়মিত মামলার পলাতক আসামিকে ভোলার লালমোহন থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে লালমোহন থানার সহযোগিতায় র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আল-আমিন চৌকিদার (৩২)। তিনি মৃত কালাই চৌকিদারের ছেলে এবং বাউফল উপজেলার ৭নং ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা।
বাউফল থানা সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে মোসা. শাহনাজ পারভীন (৪৫) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার নং-৩৩/২০২৫ হিসেবে নথিভুক্ত হয়। এতে দণ্ডবিধির ৪১৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুল হক গ্রেফতারকৃত আসামিকে লালমোহন থেকে বাউফল থানায় নিয়ে আসেন।
বাউফল থানার ডিউটি অফিসার এসআই আল-আমিন বলেন, “এটি একটি নিয়মিত মামলা। আসামিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হবে।”
বিআলো/ইমরান



