বাউফলে ৯০ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ৯০ ফাউন্ডেশন। রোববার সকাল ৯টায় (২৮ ডিসেম্বর ২০২৫) উপজেলার গোলাবাড়ি এলাকার পশ্চিম পাশে লিচুতলায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৯০ ফাউন্ডেশনের সদস্য জুবাইদা শিরিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ১৯৯০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ভাই-বোনদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা ৯০ ফাউন্ডেশন একটি সেবামূলক সামাজিক সংগঠন। ছোট পরিসরে যাত্রা শুরু করলেও সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, ফাউন্ডেশনের সকল কার্যক্রম সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। সদস্যরাই সরাসরি আর্থিক সহায়তা দিয়ে এসব মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেন। আমি তাদের একজন প্রতিনিধি মাত্র। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ৯০ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় শীতবস্ত্র পাওয়া দুস্থ মানুষজন ৯০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, শীত মৌসুমে এ ধরনের উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে ওঠে।
বিআলো/ইমরান



